বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে বাণিজ্যিকভাবে বারমাসি উন্নতজাতের সজনে চাষ শুরু হয়েছে। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেনেগাতি গ্রামের কৃষক আব্দুল আজিজ টিটু এক বিঘা জমিতে সজনে চাষ শুরু করেছেন। আটমাস আগে লাগানো ওডিসি-৩ জাতের এই সজনে গাছে ফুলও এসেছে। প্রথম বছরেই বিনিয়োগের দ্বিগুণ লাভ হবে বলে আশা করছেন।

মালয়েশিয়া ফেরত আব্দুল আজিজ টিটু। তাঁর সফলতা দেখে স্থানীয় আরও অনেকে সজনে চাষের ইচ্ছে প্রকাশ করেছেন। টিটু বলেন, দীর্ঘদিন ধরে সবজি চাষ করি। সবজির চাষ পদ্ধতি, পুষ্টিগুণ, দাম ও বিক্রয় কৌশল নিয়ে আগ্রহ থাকায় নিয়মিত কৃষি বিষয়ক ভিডিও দেখি। ইউটিউবে ওডিসি-৩ জাতের সজনের গুনাগুণ ও ব্যাপক ফলনের কথা জানতে পারি। এরপর স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও বিভিন্ন ভিডিও দেখে ওডিসি-৩ জাতের চাষ কৌশল আয়ত্বে আনি। পরবর্তীতে ২০২১ সালের শেষের দিকে ভারতের কেরালা রাজ্য থেকে বীজ আনি। এরপর জমি প্রস্তুত করে জানুয়ারি মাসের প্রথম দিকে বীজ লাগিয়ে দেই। খুব দ্রুত বড় হয়েছে গাছগুলো। মাত্র আট মাসে আমার গাছে ফুল এসেছে। গাছের বৃদ্ধিও অনেক ভাল। আশাকরি অনেক ফল হবে এবার।
বীজ ক্রয়, বপন ও পরিচর্যার ব্যয় বিষয়ে টিটু বলেন, এক বিঘা (৫২ শতক) জমি প্রস্তুত, বীজ সংগ্রহ ও রোপণ করতে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। পরবর্তীতে বিভিন্ন সময় পরিচর্যা ও আগাছা পরিষ্কার করতে আরও ১০ হাজার টাকার মত ব্যয় হয়েছে। যেভাবে ফুল এসেছে আশা করি এবার এক থেকে দেড় লাখ টাকার সজনে বিক্রি করতে পারব। তিনি আরও বলেন, এই সজনে ক্ষেতকে আমি মাদার ক্ষেত হিসেবে তৈরি করব। এখানে উৎপাদিত সজনে বাজারে বিক্রির পাশাপাশি, এই সজনে থেকে বীজ উৎপাদন করব। বীজ থেকে চারা তৈরি করে সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় রুহুল আমিন শেখ নামের এক ব্যক্তি বলেন, আমরা প্রচুর সবজি চাষ করি। সবজি ক্ষেতের পাশে দুই-একটা সজনে গাছও থাকে। কিন্তু এভাবে বাণিজ্যিকভাবে সজনে চাষের কথা কখনও চিন্তা করিনি। সারা বছর সজনে হয় এটাও জানা ছিল না। আব্দুল আজিজ টিটুর ক্ষেত দেখে আমার খুব ভাল লেগেছে। বীজের ব্যাপারে আজিজের সাথে কথা বলেছি। জানুয়ারি মাসের দিকে চাষ শুরু করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, সজনে একটি পুষ্টিগুণ সম্পন্ন সবজি। যার ফলে বাজারে সজনের ব্যাপক চাহিদা ও ভাল দাম রয়েছে। এরপরেও বাগেরহাটে বাণিজ্যিকভাবে সজনে চাষ নেই বললেই চলে। বাগেরহাট সদর উপজেলার বেনেগাতি এলাকার মা য়েশিয়া ফেরত কৃষক আব্দুল আজিজ টিটু বাণিজ্যিকভাবে সজনের
চাষ করেছেন। তার গাছে ফলও এসেছে। আশা করি ফলও ভাল হবে। কৃষি বিভাগের পক্ষ থেকেও তাকে সব ধরনের কারিগরি পরামর্শ প্রদান করা হচ্ছে।