আব্দুলআহ আল-মামুন, স্টাফ রিপোর্টার : ২১শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে শার্শার বাগআঁচড়ায় ৩ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টা বিশাল একটি বিক্ষোভ মিছিল বাগআঁচড়া শহর প্রদক্ষিণ করে। পরে আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখে পথসভা অনুষ্ঠিত হয়।

বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইলিয়াছ কবির বকুলের নেতৃত্বে শার্শা উপজেলার বাগআঁচড়া, কায়বা এবং ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে ২১ আগস্ট’ ২০০৪ সালে শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্য গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ -সভাপতি নাজিম গাজী, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদম শফিউল্লাহ, উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী শ্রমিক লীগের আহবায়ক মোঃ নাসির উদ্দিন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আলী আহমদ মেম্বার, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, কায়বা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো আলমগীর কবির বদু মেম্বার, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আকিব জাবেদ শুভ, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক তথ‍্য ও গবেষণা সম্পাদক সম্পাদক মেহেদী হাসান শিপলু, শার্শা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য খায়রুল আলম দুষ্টু, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান অপু, বাগআঁচড়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আলমগীর কবির, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবু তালেব মন্ডল, বাগআঁচড়া ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো আব্দুল হান্নান মেম্বার, সাতমাইল বঙ্গবন্ধু একতা সংঘের সভাপতি গাজী আলম, সাধারণ সম্পাদক মোঃ সাইফুজ্জামান দীপু, এছাড়া আরো উপস্থিত ছিলেন বাগআঁচড়া, কায়বা, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।