খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ আগস্ট ১০, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3908 বার
নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিশ^ বরেণ্য চিত্রশিল্পী এস, এম, সলতানের ৯৮তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় (১০ই আগষ্ট) দিনটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও এস, এম, সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এস এম সুলতান কমপেক্সে (শিল্পীর নিজস্ব বাস ভবনে) কোরান খতম, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত, দোয়া মাহফিল, আর্ট ক্যাম্প ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এস, এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, এস,এম, সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়, লাল বাউল সম্প্রদায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ছায়ানট ললিতকলা পরিষদ,নাট্যনন্দন, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, মূর্ছনা সংগীত নিকেতন, চিত্রা থিয়েটার, গ্রেভ শিল্পী গোষ্ঠীসহ সরকারি ও বে-সরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শরফুল আলম লিটু ,নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামিমূল ইসলাম টুলু, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বৈরাগী, এস,এম, সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, জেলা কালচারাল অফিসার হায়দার আলী, শিল্পী প্রতুল হাজরা, শিল্পী সালাউদ্দিন শীতলসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস, এম, সলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহন করেন। সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু বরণ করেন।