খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ জুন ২২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2136 বার
শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় আজাদুর রহমান সাগর(৩২) নামে এক ব্যক্তিকে লাঞ্ছিত করা ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। সাগর উপজেলার আড়পাড়া ইউনিয়নের আনন্দনগর গ্রামের আব্দুল্লাহ আল-মামুনে ছেলে এবং উপজেলার বিআরডিবি অফিসের পরিদর্শক। ভুক্তভোগী সাগর অভিযোগ করে বলেন, গত ৬ জুন ২২ তারিখে আমি উপজেলা বিআরডিবি কর্মকর্তার অনুমতি ক্রমে কুমারকোটা গ্রামে একটা সমিতির ব্যবস্থাপকের নিকট স্বাক্ষর করাতে গেলে কুমারকোটা গ্রামের আলিম মোল্লা বাড়ির পার্শ্ব থেকে ঐ গ্রামের সাখাওয়াত হোসেন মোল্লার ছেলে তুহিন মোল্লা(৩৫) এবং একই গ্রামের বারিক মোল্লার ছেলে শাহিদ মোল্লা (৩২) আমাকে অহেতুক গালিগালাজ করে এবং এক পর্যায়ে আমাকে হত্যা করার হুমকি দেয় তারা । বিষয়টি নিয়ে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে বলেও জানান তিনি। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম জানান, এব্যাপারে একটা অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।