খুলনা, খুলনা বিভাগ, খেলাধুলা, জেলার খবর | তারিখঃ জুন ১৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5088 বার
এসএম স্বপনঃ “আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ”-২০২২ এর উদ্বোধনী করা হয়েছে।
আর উদ্বোধনী ম্যাচে বড় পয়েন্টের ব্যবধানে যশোর জেলার পুলিশ জয়লাভ করেছে।
শনিবার (১৮ জুন) বিকাল ৪ টার সময় খুলনা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে “আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ”-২০২২ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় যশোর জেলা পুলিশ কাবাডি দল ৫৪-৩৬ পয়েন্টের বড় ব্যবধানে বাগেরহাট জেলা পুলিশ কাবাডি দলকে পরাজিত করে।
এই জয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করলো যশোর জেলা পুলিশ কাবাডি দল।
যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম নিজেদের প্রথম খেলায় প্রতিপক্ষকে বড় পয়েন্টের ব্যবধানে পরাজিত করায় টিমের সকল খেলোয়াড়বৃন্দ, কোচ ও এর সাথে জড়িত সকলকে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।