খুলনা বিভাগ, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ জুন ১২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5255 বার
প্রভাষক আসাদুজ্জামান ফারুকী : সাতক্ষীরার কলারোয়ায় বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন আয়েশা রা. এর শানে বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দলের মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দালের বেয়াদবীমূলক কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত বিশাল সমাবেশে বক্তারা ভারতের বিজেপি দুই নেতার আপত্তিকর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বক্তারা বলেন, ভারতীয় বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দলের মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দালের ন্যক্কারজনক কথায় সারা বিশ্বের মুসলিমদের মনে রক্তক্ষরণ শুরু হয়েছে। তাদের শুধু দল থেকে বহিষ্কার করলেই হবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও কঠোর শাস্তি দিতে হবে। তবে আমরা এ সকল বিষয়ে উগ্র হব না, আমাদের আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে।
সমাবেশে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ এর কলারোয়া প্রতিনিধি প্রভাষক আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক সমকালের কলারোয়া প্রতিনিধি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাবেক এমএলএ এমসিএ প্রয়াত মমতাজ আহমেদের পুত্র প্রভাষক জেএম ফরিদ, সাংবাদিক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন পলাশ, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, বাগআঁচড়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রুহুল কুদ্দুস ও কলারোয়া পশুহাট কওমি মাদ্রাসা জামে মসজিদের খতিব ইমাম হাসান নাসেরী প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া নিউজ এর প্রকাশক সাংবাদিক দৈনিক যায়যায়দিনের কলারোয়া প্রতিনিধি প্রভাষক আরিফ মাহমুদ, দৈনিক নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী, সহ-সম্পাদক মর্তুজা হাসান মুন্না, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহকারী সেক্রেটারী দৈনিক যুগান্তরের কলারোয়া প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ দৈনিক বাংলাদেশের খবর এর কলারোয়া প্রতিনিধি মোস্তফা হোসেন বাবলু, নির্বাহী সদস্য এম এ আজিজ, এস এম নিউজের সম্পাদক মোঃ সোহাগ হোসেন, সমাজের আলোর বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, দৈনিক সুপ্রভাত এর জালালাবাদ প্রতিনিধি রেজওয়ান উল্লাহ, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব প্রভাষক তৌহিদুর রহমান, শুভঙ্কর কাটি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান ও ইমাম হাফেজ হাবিবুর রহমান, কাছারি জামে মসজিদের খতিব মাওলানা সুলতান বিন মুনির, হেলাতলা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী মুহিত আব্দুর রশিদ, লাঙ্গলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমাম হোসেন, ঝাঁপাঘাট হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ জাকারিয়া, কলারোয়া বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান,মাদরাসাতু মইনুল ইসলাম জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী, গদখালি জামে মসজিদের খতিব ইমাম মাওলানা আজহারুল ইসলাম, কোল্ডস্টোর জামে মসজিদের ইমাম মাওলানা আমিরুল ইসলাম, ঝিকরা জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী, বামনখালি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্বারী রফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যে কোনো ধর্মের মনিষী বা নেতারা শ্রদ্ধার পাত্র। তাদের নিয়ে অযথা কুরুচিপূর্ণ মন্তব্য অবশ্যই নিচু মানসিকতার কাজ। এ সময় হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।