খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, স্বাস্থ্য ও চিকিৎসা | তারিখঃ জুন ১২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5626 বার
বাংলাদেশ আয়ুর্বেদিক ঔষধ শিল্প সমিতি ও বাণিজ্য মন্ত্রালয়ের বিজনেস প্রোমোশন কাউন্সিলের পক্ষ থেকে শনিবার সকাল দশটায় যশোরের জয়তি সোসাইটিতে ঔষধী উদ্ভিদের রপ্তানি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়ুর্বেদিক ঔষধ শিল্প সমিতির সভাপতি শিবব্রত রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মো নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিইউএমএ মহাসচিব ও তিব্বিয়া হাবিবিয়া কলেজের প্রিন্সিপাল আ খ মাহবুবুর রহমান সাকী, আয়ুর্বেদিক ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মিজানুর রহমান, একসিম ল্যাবরেটরীজের মালিক আব্দুস সবুর খান, প্রফুল্ল সিংহ আয়ুর্বেদ কলেজের সাবেক প্রিন্সিপাল কবিরাজ তপন কুমার বসু, বাংলাদেশ ইউনানি মেডিকেল এসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মোঃ আবু তোহা, দেশীয় চিকিৎসক সমিতির যশোরের সভাপতি আবদুল মতিন, বিইউএমএ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাধন মল্লিক রনি, এ এইচ ল্যাবের মালিক কবিরাজ আনোয়ার হোসেন, দেশীয় চিকিৎসক সমিতির যশোরের সাধারণ সম্পাদক হাকীম আনোয়ার হোসেন, বিইউএমএ ঝিকরগাছা উপজেলা সভাপতি আনোয়ার হোসেন, বিইউএম এ চৌগাছা সভাপতি হাকিম হাবিবুর রহমান, বিইউএমএ মনিরামপুর উপজেলা সভাপতি হাকীম বেলাল হোসেন, বিইউএমএ বাঘারপাড়া উপজেলা সভাপতি হাকীম মাহবুবুর রহমান সহ যশোর জেলার সকল হাকীম ও কবিরাজ গণ উপস্থিত ছিলেন। সভায় যশোর জেলা ইউনানি মেডিকেল এসোসিয়েশন বিইউএমএ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মোঃ আবু তোহা অত্যান্ত দুঃখের সাথে বলেন, যশোর জেলা বৃটিশ ভারতের প্রথম জেলা ও ১৯৭১ সালে স্বাধীন দেশের প্রথম শক্রুমুক্ত জেলা হওয়া সত্বেও এই জেলায় ইউনানি ও আয়ুর্বেদ শিক্ষার সুযোগ সৃষ্টির জন্য স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পরও একটি ইউনানি মেডিকেল কলেজ প্রতিষ্টা করা হয় নাই। বৃহত্তর যশোর জেলা ও কুষ্টিয়ার ৭ টি জেলার সকল নাগরিকদের পক্ষ থেকে প্রাণের দাবী হিসেবে যশোর ইউনানি মেডিকেল কলেজ নামে যে কলেজটি চালু করা হয়েছিলো সেটা সরকারী ভাবে অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানাচ্ছি। এছাড়া সারাবিশ্বে ভেষজ বৃক্ষের চাহিদা দিনদিন বৃদ্ধি পাওয়ায় যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রাংগনে আলাদা ভাবে একটি জাতীয় ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্টা করার জন্য সারাদেশের সকল হাকিম ও কবিরাজদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানাই। প্রেস বিজ্ঞপ্তি।