খুলনা বিভাগ, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ জুন ১১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5619 বার
এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা:) এবং আয়েশা সিদ্দিকা (রা:)কে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নলতা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীদের আয়োজনে শনিবার দুপুরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নলতা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে গিয়ে শেষ হয়।
এরপর সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী শহিদুজ্জামান রিপন, শেখ সেলিম, জোবায়ের হোসেন, তানভির খান, রুহুল আমিন প্রমুখ।
বক্তারা এ সময় ভারতের উগ্র সাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা:) এবং আয়েশা সিদ্দিকা (রা:) কে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে তারা তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।