জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ জুন ৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2939 বার
বিল্লাল হোসেন ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় ভালুকা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন। ৪ জুন শনিবার সকাল ১০ টা থেকে শুরু করে বেলা বারোটা পর্যন্ত। এসময় নেতারা বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে এবং তারা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে ভালুকা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
বিক্ষোভ মিছিল চলাকালীন ভালুকা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য আলহাজ্ব মোহাম্মদ গোলাম মোস্তফা। নেতা মোস্তফা এর বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। একাত্তরের পরাজিত শক্তি ও পাকিস্তানিদের দোসর সাম্প্রদায়িক গোষ্ঠীর মদতদাতাদের ষড়যন্ত্র ও আস্ফালন শুরু হয়েছে, ব’লে বক্তব্য শেষ করেন। এছাড়াও পাশাপাশি ময়মনসিংহে ১১ আসনের মাননীয় এমপি মহোদয় আলহাজ্ব মোহাম্মদ কাজিম উদ্দিন আহমেদ ধনু সাহেবের বক্তব্য বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। ১৯৭৫ এর কালো অধ্যায়ের প্রসঙ্গ টেনে তারা জাতির পিতার কন্যা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া তার নগ্ন বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি।’এ অপতৎপরতা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বিঘ্নিত করার ষড়যন্ত্র করছেন। এ প্রতিবাদ বিক্ষোব মিছিলে, ভালুকা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টুর বক্তব্যে বলেন, এ পাকিস্তানি দোসর ও সন্ত্রাসীদের অনুপ্রবেশের অপচেষ্টা এবং ষড়যন্ত্রকারীদের অপতৎপরতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাচ্ছে। তার পাশাপাশি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে।