জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ মে ১৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3063 বার
বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে সেবা বুথ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকালে উপজেলার সকল ভূমি অফিস একযোগে সেবা বুথ শুরু হয়েছে।
ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল এর পরিচালনায় উপজেলার সকাল ইউনিয়ন ভূমি অফিসে ক্যাম ৫ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ দেওয়া চলমান রয়েছে।
মেদুয়ারী ইউনিয়নের বনকূা গ্রামের খসরু মিয়া জানান, মেদুয়ারী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভূমি কর্মকতার কাছ থেকে অতি আন্তরিকতার মাধ্যমে সেবা পেয়ে থাকি। এমনকি উনার কাছ থেকে অতি সহজেই আমরা কাজ করে নিতে পারি এবং অল্পসময়ের মাধ্যমে সমাধান দেন।
উল্লেখ, ভূমি অফিসে ১৯ মে থেকে ২৩ মে তারিখ পর্যন্ত সেবা ক্যাম্পের মাধ্যমে ভূমির খাজনা পরিশোধসহ অন্যান্য সেবা নিশ্চিত করা হবে বলে জানান, মেদুয়ারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকতা আমিনুল ইসলাম।