জেলার খবর, ঢাকা বিভাগ, রাজবাড়ী | তারিখঃ মে ১১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5598 বার
নজরুল মিয়া, দৌলতদিয়া থেকে : বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে যাত্রীবাহী লঞ্চ বন্ধ থাকার পর পুনরায় চলাচল শুরু হয়েছে।
বুধবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে লঞ্চ চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দি।
তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে দূর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ৪০ মিনিটের মত লঞ্চ চলাচল বন্ধ ছিল। আবহাওয়া ঠিক হওয়ার পরই পুনরায় দুই নৌপথে লঞ্চ চলাচল করছে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২৩টি লঞ্চ ও আরিচা-কাজিরহাট নৌপথে ১১টি লঞ্চসহ মোট ৩৩টি লঞ্চ দুটি নৌপথে চলাচল করছে।