খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মে ৮, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5084 বার
সাঈদ ইবনে হানিফ ] বাঘারপাড়া (যশোর) থেকে : যশোরের বাঘারপাড়ায় মাটিবাহী লরি ট্রাকের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে । নিহত যুবকের নাম মোঃ মিন্টু হোসেন (৪০) । সে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। ওয়াদীপুর সাপমারা বটতলা নামক স্থানে এই দর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানা যায়, নিহত মিন্টু হোসেন, পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক ছিল । গতকাল ৭ই মে (শনিবার) দুপুরে উপজেলার চাড়াভিটা ঘুনি সড়কের ওয়াদীপুর সাপমারা বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মাটি বাহী লরিট্রাকের সাথে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসারত অবস্থায় রাত আনুমানিক ১ টার দিকে তার মৃত্যু হয। এদিকে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা সমবেদনা জানিয়েছেন বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী ও স্থানীয় ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান (বিপ্লব) তিনি দুর্ঘটনার পর থেকে নিহতের পাশে থেকে সর্বক্ষনিক খোঁজখবর নিয়েছেন। আজ ৮ ই মে আছরবাদ তার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পারিবারিক সূত্র ।