বিল্লাল হোসেন, ভালুকা ( ময়মনসিংহ ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জেসমিন নাহার রানির বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী লোকজনের অভিযোগ, ১০ কেজি করে দেওয়ার কথা থাকলেও তাঁদের ৮ থেকে ৮/৫০ কেজি করে চাল দেওয়া হয়েছে। ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ থেকে বিতরণ শুরু করেন। ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভুক্তভোগী সাজেদা খাতুনের ভিজিএফের চাল পেয়ে বলে ৮ থেকে ৮/৫০ কেজি হবে, তাছাড়া মিটার পাল্লায় ওজন করে তা-ই পাওয়া গেছে। এমন বেশ কয়েকজন এই চাল বিতরণে অনিয়মের বিষয়ে অভিযোগ করেন।

সাজেদা খাতুন জানান, ১০ দেওয়ার কথা থাকলেও ৮ থেকে ৮/৫০ কেজি দিচ্ছেন তারা। অনেকেই প্রতিবাদ করলেও কেউ তোয়াক্কা করেননি।

মেদুয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর বক্তব্য নেওয়ার জন্য মোবাইলে যোগাযোগ করলে মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।