খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ২৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2648 বার
আব্দুল্লাহ আল-মামুন, স্টাফ রিপোর্টার : সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, আমরা আল্লার সন্তষ্টি ও নিজের কল্যানের জন্য রমজান মাসে রোজা রেখে থাকি ৷ আমাদের রোজা কবুলের মালিক আল্লাহ ৷ তারই কল্যানে আমাদের জন্মভূমী বাংলাদেশ আজ সকল বালা—মুচিবত থেকে মুক্ত রয়েছে ৷ বিশ্বের বহু দেশ এখনো করোনাই জর্জরিত হয়ে চলেছে ৷ আল্লার রহমতে আমরা অনেক ভাল আছি ৷ আসুন রমজানের শেষ মুহুর্তে দেশ ও জাতির কল্যানের জন্য আল্লার দরবারে হাত তুলি ৷ যাতে আমরা সকল মহামারী ও বালা—মুচিবত থেকে ভাল থাকতে পারি ৷ শুক্রবার সন্ধ্যায় শার্শার ডিহি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন ৷
পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ডিহি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুলের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল।
এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুবুল আলম লাবলু, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, উপজেলা আওয়ামী যুব মহিলা নেত্রী লিলিফুন্নাহার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক নুর ইসলাম তরফদার, যুবলীগের সভাপতি ফজলুর রহমান, সহ সভাপতি শফি উদ্দিন শাফা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ, ছাত্রলীগের সাবেক সভাপতি আয়ুব খান, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, লক্ষণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, নিজামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দীন খান, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার নিতু, আওয়ামীলীগ নেতা ডাঃ আনিছুর রহমান, প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান জজ, ইউপি সদস্য রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল মান্নান, সিদ্দিক জামানসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।