রাসেল আহমেদ,খুলনা ব্যুরো: খুলনা-৪ আসনে (তেরখাদা-রূপসা-দিঘলিয়া) নির্বাচনী এলাকায় আনন্দঘন পরিবেশ সৃষ্টির পাশাপাশি ঘর গোচ্ছাছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

তিনি সাংগঠনিক কর্মদক্ষাতা ও নিজের কারিশম্যাটিক ব্যবহার দিয়ে তেরখাদা-রূপসা-দিঘলিয়া মানুষের মন জয় করেছেন।

গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে প্রতি নিয়ত এলাকাবাসীর সাথে বিভিন্নভাবে যোগাযোগ রক্ষা করে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন বলে একাধিক নেতাকর্মী জানিয়েছেন।

খুলনা-৪ আসনের তৃণমুল বিএনপি’র নেতাকর্মীদের আস্থা এই কেন্দ্রীয় নেতার প্রতিই। বিএনপি’র নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিট সরকারের পতনের পর আজিজুল বারী হেলাল প্রতি ইউনিয়নে সভা-সমাবেশ করেছেন। যে কারণে নেতাকর্মীরা উৎজীবিত হয়েছে,পাশাপাশি প্রশংসা কুড়িয়েছেন। তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয় অনুষ্টান ছাড়াও বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করে চমক সৃষ্টি করেছেন।

তেরখাদা, রুপসা ও দিঘলিয়ার প্রতিটি ইউনিয়নসহ তিনি মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় এবং সম্প্রীতি সমাবেশ, সংখ্যালঘু সম্প্রদায়ের নিয়ে বৈঠক করে এলাকাবাসীর মনে জায়গা করে নিয়েছেন। তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

সহযোগী সংগঠনের একাধিক নেতা জানান, তিনি ফ্যাসিষ্ট সরকারের পতনের পর থেকে তেরখাদা, রূপসা-দিঘলিয়া উপজেলাসহ জেলা মহানগর, থানাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করে প্রমান করে করেছেন তিনি জনতার নেতা।তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কাউছার আলী বলেন, বিগত দিনে আমরা যে হামলা-মামলার স্বীকার হয়েছি, প্রতিটি ক্ষেত্রে আমাদের নেতা হেলাল ভাই সহযোগিতা করেছেন। আমরা চাই তিনি এ আসনে মনোনয়ন পেয়ে আধুনিক এলাকায় রূপান্তরিত করবেন।

এ বিষয়ে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তেরখাদার কৃতি সন্তান এবাদুল হক রুবায়েত জানান, হেলাল ভাই আমাদের যোগ্য নেতা। তিনি গত ১৭ বছর ধরে বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের আগলে রেখেছেন।তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল মনোনয়ন পাবে এটা নেতা কর্মীদের প্রত্যাশা। হেলাল ভাই মনোনয়ন পেলে দলমত নির্বিশেষে তেরখাদা-রুপসা-দিঘলিয়ার মানুষ তাকে বিপুল ভোটে জয়লাভ করবে বলে আমি মনে করি।এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির নেতা আজিজুল বারী হেলাল হেলাল বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার বাংলার মাটিতে যে অন্যায় অবিচার করেছে তা আর জনগন করতে দেবে না। তিনি সকলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখার আহবান জানান। তিনি আরও বলেন, দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন।