জেলার খবর, ঠাকুরগাঁও, রংপুর বিভাগ | তারিখঃ এপ্রিল ১১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3132 বার
স্টাফ রিপোর্টার।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসি মডেল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরীয়ান শিক্ষক শফীকুল ইসলামের বিরুদ্ধে মারপিট, ভাংচুর, টাকা ছিনতাই, লুটপাট, দোকানের মালামাল লুট সহ মারপিটের হুকুমদাতা হিসেবে গত ০৯/০৪/২০২২ ইং তারিখে থানায় এজাহার দায়ের করেছেন ১নং ভোমরাদহ ইউনিয়নের ঘোড়াধাপ গ্রামের মৃত গজা মোহাম্মদের পুত্র মোঃ শহীদুল ইসলাম।
জানা যায়, শহীদুল ইসলাম তার এলাকায় দীর্ঘ ৫বছর ধরে বর্গাচাষী হিসেবে সুনামের সহিত চাষাবাদ করিয়া আসিতেছেন তা দেখিয়া পার্শ্ববতী ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত রহিমের ছেলে মোঃ শফিকুল ইসলাম, মৃত তসলিমদ্দীনের ছেলে মোঃ লবা, পিতা মৃত মোঃ খোরশেদ আলী, মোঃতৈবুর রহমান, মোঃ দেলোয়ার হোসেনের পুত্র মোঃ আলআমীন সহ অনেকে তাহার চাষবাদের জমির ওপর লোভ লালসায় লিপ্ত হয়ে গত ০৮/০৪/২০২২ ইং তারিখে পলিথিন পাইপ নিয়ে কথা কাটাকাটি হয় শহীদুল ও লবার সাথে বিষয়টি প্রথমত ভুলবোঝাবুঝি বলে মিটমাট হয়ে যায়। পরবর্তীতে উক্ত বিষয় এসি মডেল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরীয়ান শিক্ষক জানতে পারলে ঐ দিনই রাত আনুমানিক ১০.০০ ঘটিকায় শিক্ষক শফিকুল ইসলামের হুকুমে ৪০/৪৫ জন এক বিশাল দলবল নিয়ে শিক্ষক শফিকুল ইসলাম শহীদুলের বাড়ীতে গিয়ে হামলা চালায়।সেসময় এসি মডেল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরীয়ান শিক্ষক মোঃরাজিব কে বেধরক মারপিটে আহত করে এবং বয়স্ক মহিলা শরীফা বেগমমকে ও মারপিটে আহত করে কাপড় চোপড় ছিড়িয়া ফেলে শ্লীলতাহানি করেছেন শিক্ষক শফিকুল ইসলাম।এছাড়া ঐ পরিবারের সকল সদস্য শিক্ষক শফিকুল ইসলামের বাহিনীর হাতে আহত হয়েছেন।শিক্ষক সফিকুল মারপিট করে তার ৪০/৪৫ জন লোককে মারপিট ও লুটপাট, ভাংচুর করে শহীদুল ইসলামের বাড়ি হতে ৪০ হাজার টাকা লুট হয় বলে শহীদুল ইসলাম পীরগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিককে বলেন এজাহারের কাগজ পেয়েছি তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।