খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ নভেম্বর ১২, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 2245 বার
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় দূর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলে সততা স্টোরের উদ্ভোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দূর্নীতি দমন কমিশন যশোরের উপ-পরিচালক মোঃ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা দূর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক কৃষ্ণ পদ বিশ্বাস, ঝিকরগাছা এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদুল আলম, সংগঠনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদস্য সুভাষ ভক্ত বাবুল, থানার এস আই আলিমুজ্জামানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
সভাশেষে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মধ্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে ফিতা কেটে বিদ্যালয়ে সততা স্টোরের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।