খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ নভেম্বর ১২, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 2254 বার
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা বাজারকে যানজট মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। তবে এটাকে উচ্ছেদ অভিযান বলতে নারাজ ঝিকরগাছা পৌরবাসী। তাদের মতে এতে করে রাস্তা সংলগ্ন ফুটপাত পুরোটাই ব্যবসায়ীদের দখলে চলে গেলো।
বেশ কয়েকদিন ধরে ঝিকরগাছা পৌর প্রশাসক নাভিদ সারওয়ার যশোর-বেনাপোল মহাসড়কসহ বাজারের বিভিন্ন রাস্তায় যানজট নিরসনে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে আলোচনা করে আসছেন।
তারই ধারাবাহিকতায় সোমবার (১১ নভেম্বর) সকালে ঝিকরগাছা পৌর প্রশাসক, ঝিকরগাছা থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে, সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার বলেন, কাউকে তাড়িয়ে দিয়ে নয় বরং মাঝারি, ক্ষুদ্র ব্যবসায়ী সকলকে বাজারে রেখেই ঝিকরগাছা বাজার যানজটমুক্ত করার চেষ্টা করা হচ্ছে। সেজন্য সকলকে ছাড় দিতে হবে। রাস্তা সংলগ্ন কোনো দোকান ফুটপাতের গা থেকে ৬ ফুটের বেশি যাওয়া যাবে না। এছাড়া ইজিবাইক, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল নির্দিষ্ট স্থানে (বেশি রাখলে যানজট হতে পারে) ২ টির বেশি রাখা থেকে বিরত থাকতে বলা হয়েছে। দীর্ঘদিনের সমস্যা ঝিকরগাছা বাজারের যানজট নিরসনে সকলে মিলে কাজ করতে হবে।
এদিকে এই অভিযানের পর মহাসড়কের পাশে দোকান মালিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। ঝিকরগাছা বাসস্ট্যান্ডে অবস্থিত মিজান মার্কেটের ব্যবসায়ী অনিক সরকার বলেন, উচ্ছেদ বলতে আমরা বুঝি তুলে দেওয়া। কিন্তু সেটা না করে ফুটপাতের ব্যবসায়ীদের বৈধতা দেওয়া হলো। আমার দোকানের সামনের খালি জায়গায় একজনকে বসিয়ে দিয়ে গিয়েছে পৌর প্রশাসন। আমাদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।