খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ১০, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3972 বার
আব্দুল্লাহ আল-মামুন, স্টাফ রিপোর্টার : মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এর শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে যশোরের শার্শা থানা পুলিশ মাননীয় প্রধানমন্ত্রী’র সাথে ভার্সুয়ালী অংশগ্রহণ করে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
রবিবার (১০ এপ্রিল) সকালে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খাঁনের সার্বিক তত্ত্বাবধানে থানার সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব শার্শার সভাপতি আব্দুল মুননাফ, সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দীন তোতাসহ থানায় কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠনে শেষে শার্শার কন্যাদহ গ্রামের ভূমিহীন প্রতিবন্দ্বি ফজলা করিমের দুই কামরা বিশিষ্ট বাড়ি বুঝিয়ে দেন শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খাঁন ।