খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ নভেম্বর ১, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4104 বার
খুলনা অফিস : খুলনার তেরখাদায় মা ইলিশ সংরক্ষণে অভিযান ও বাজার পরিদর্শনে গিয়ে প্রাণ নাসের হুমকির শিকার হন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান।
সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের আতাই নদী সংলগ্ন পারহাজীগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ৩১ অক্টোবর তেরখাদা থানায় একটি সাধারন ডায়েরী করেন।
সূত্রে জানা গেছে, সারাদেশে ইলিশ মাছ আহরন ও পরিবহন নিষিদ্ধ থাকাকালে গত ২৮ অক্টবর সকালে উপজেলা মৎস কর্মকর্তা অভিযান ও বাজার পরিদর্শনের উদ্দেশ্যে মোকামপুর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আনতে যাওয়ার সময় পারহাজীগ্রাম বাজারে মিস্ত্রী মিরাজুল ইসলামের দোকানের সামনে রাস্তার উপর পৌছালে জেল্লাল মোল্যা (৩৫) নামে এক জেলে মৎস কর্মকর্তাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারতে তেড়ে আসে।
এ সময় জিল্লাল মোল্যা কর্মকর্তাকে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। হুমকিদাতা জিল্লাল মোল্যা উপজেলার পারহাজীগ্রামের নজীর মোল্যার পুত্র।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান বলেন, পারহাজীগ্রাম বাজার পরিদর্শনে গেলে জিল্লাল মোল্যা আমার উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মেরে লাস গুম করে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে আমি নিরাপত্তার জন্য থানায় একটি সাধারন ডাইরী করি।