মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার শালিখা উপজেলার খাটর রামানন্দ কাটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে কাজী শামিনুল ইসলাম দোলন শালিখা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, খাটর রামানন্দ কাঠি মাধ্যমিক বিদ্যালয় এর সাবেক সভাপতি আ: ছাত্তার লঙ্কার ও প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম এর সমন্বয়ে গত কয়েক বছর ধরে বিদ্যালয়ের আর্থিক ক্ষতিসহ নানা প্রকার অপকর্ম করেছেন। বিভিন্ন পদে নিয়োগ দিয়ে ৫৫ লক্ষ টাকা আত্মসাত করেছেন। এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন প্রকার মালামাল যেমন-রড ২ লক্ষ ৪০ হাজার টাকা, ফ্যান-১৭ পিচ, বিদ্যালয়ের মূল ফটকের গেইট সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে দিয়েছেন। অভিযোগ কারী বিষয়টি সু-বিবেচনায় নিয়ে সঠিক তদন্ত পূর্বক বিদ্যালয় এর দুর্নীতি গ্রস্থকারীদের আইনের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার অনুরোধ করেন।

২০ অক্টোবর বিকাল ৪ টার সময়ে এবিষয়ে খাটর রামানন্দ কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল সাত্তার লস্কার জানান, এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ সব মিথ্যা অভিযোগ আমি কোন কিছুই জানি না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম জানান, নিয়োগ বাণিজ্য বিষয় সম্পর্কে আমি কিছু জানি না এটা সাবেক সভাপতি আব্দুর সাত্তার লস্কর জানান এবং রডের বিষয় সত্য নয়, ফ্যান স্কুলে আছে এবং প্রধান গেটের রড নিয়ম মেনে ৮১০০ টাকা বিক্রি করা হয়ে ছিলো।

শালিখা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ বলেন, লিখিত অভিযোগ এর তদন্তের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, লিখিত অভিযোগটি শালিখা থানার অফিসার ইনচার্জ বরাবর দিতে হবে।