আইন ও আদালত | তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3667 বার
গ্রামের সংবাদ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথ অভিযান চালিয়ে ঢাকার উত্তরা এলাকার একটি বাড়ি থেকে নগদ ১ কোটি ১৬ লাখ টাকা, বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও ২টি প্রাইভেটকারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার উত্তরা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউজ পোর্টাল ডিএমপি নিউজ থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন -শাহজাদা খান সাজ্জাদ, মো তৌজিদুল ইসলাম ও মো সাইফুল ইসলাম। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
হাফিজুর রহমান বলেন, “গোপন তথ্য ছিল যে উত্তরার ০৭ নং সেক্টরের ২৩ নং রোডের ৭ নং বাড়িতে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেটসহ অস্ত্র গুলি রয়েছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম উক্ত বাসায় স্থানীয় সাক্ষীসহ প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ ৩ জনকে গ্রেপ্তার করে।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
উদ্ধারকৃত বুলেটপ্রুফ জ্যাকেট গুলো পলাতক ঢাকা ১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিমসহ গ্রেপ্তারকৃতরা গত ৫ আগস্ট এর পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে বিভিন্ন সময় ব্যবহার করতো। যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এর ছেলে আবির হাসান তামিম এর শশুর বাড়ি বলে জানিয়েছে ডিএমপি। গ্রেপ্তারকৃত আসামিরা জানায় জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি ২টি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।
মোহাম্মদ হাবিব হাসান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ২০২০ সালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন মৃত্যুবরণ করলে উপনির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।