খুলনা বিভাগ, জেলার খবর, ঝিনাইদহ, ধর্ম | তারিখঃ আগস্ট ১৭, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 2298 বার
ঝিনাইদহ প্রতিনিধিঃ ধর্ম যার যার রাস্ট্র সবার’ এ শ্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহে সম্প্রীতি পদযাত্রা করেছে সনাতনী সম্প্রদায়। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে শনিবার দুপুরে শহরের পায়রা চত্বর থেকে পদযাত্রা শুরু করা হয়।
পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন শেসে এক সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা প্রহল্লাদ সরকার, দিপংকর ঘোষ ও প্রদীপ রায় বক্তব্য রাখেন।
সমাবেশে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, ঝিনাইদহে কোন সংখ্যালঘুর উপর হামলা বা বাড়িঘর ভাংচুর হয়নি। যা প্রচার হচ্ছে সবই মিথ্যা। তারা বলেন বিএনপি ও ইসলামী দলগুলো রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে। এটা সম্প্রীতির মেলবন্ধন। বিএনপি সভাপতি এম এ মজিদ বলেন, দেশের সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়াতে হবে।
সনাতনী সম্প্রদায়ের মানুষের কেউ কোন প্রকার ক্ষতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন এম এ মজিদ। তিনি স্মরণ করিয়ে দেন ধর্ম যার যার বাংলাদেশ সবার। এই দেশে কোন সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশী।