খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ আগস্ট ১১, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 2923 বার
নিজস্ব প্রতিবেদক : বেনাপোল সীমান্ত দিয়ে সরকারী ছুটির কাগজপত্র বাদে ভারত যাওয়ার সময় এক বিজিবি সদস্যকে স্থানীয় জনসাধারন আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে। সাধন ঘোষ নামে ওই বিজিবি সদস্য মেডিকেল ভিসায় ভারত গমন করছিল বলে ইমিগ্রেশন সুত্র জানায়।
সাধন ঘোষ ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ উপজেলার বিমল ঘোষের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি (তদন্ত) ফারুক মজুমদার বলেন, সাধন ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা করার জন্য পাসপোর্ট দিলে তাকে সন্দেহ হয়। তার পাসপোর্টে পেশা ছিল কৃষি। তার জন্য তাকে ইমিগ্রেশন করা হয়নি।
স্থানীয়রা জানায় সে সরকারী চাকুরী করে ছুটি বাদে কেন ভারত যাচ্ছিলেন। সে কোন দেশোদ্রোহী কাজ করছে কি না তাকে নিয়ে আমাদের নানা সন্দেহ হওয়ায় তাকে বিজিবির কাছে তুলে দেওয়া হয়।
বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান বলেন, সে চিকিৎসার জন্য ভারত যাচ্ছিল মেডিকেল ভিসায়। সে খুলনা-২১ বিজিবি ব্যাপালিয়ন এর সদস্য। তাকে আপাতত ক্যাম্পে রাখা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।