রাজনীতি | তারিখঃ জুলাই ২৮, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 12729 বার
নিজস্ব প্রতিবেদক : একদফা দাবিতে বিএনপি’র জাতীয় ঐক্যের ডাকে সমর্থন জানিয়ে যুগপৎ আন্দোলনের দল ও জোট পৃথক বিবৃতি দিয়েছে। শনি ও রোববার এই বিবৃতিগুলো দেয় দল এবং জোটগুলো। এরমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১২ দলীয় জোট (১২ দল), জাতীয়তাবাদী সমমনা জোট (১১ দল), বাংলাদেশ লেবার পার্টি এবং তৃণমূল জাতীয় পার্টি সমর্থন জানিয়েছে। এর বাইরে যুগপৎ আন্দোলনের অন্য দল এবং জোটও সমর্থন জানাবে বলে জানা গেছে।
বিএনপি’র এই আহ্বানে সাড়া দিয়ে গত শনিবার জাতীয় ঐক্যে যোগদানের ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। তৃণমূল জাতীয় পার্টিও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এলডিপি’র প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ বলেন, সরকার বিরোধী আন্দোলনরত দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নাই। দুর্নীতিবাজ ও জনবিরোধী সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সঠিক পথে পরিচালনা করার এবং দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার পদক্ষেপ নিতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপি’র পক্ষ থেকে যে ঐক্যের ডাক দেয়া হয়েছে, সেই পদক্ষেপকে আমরা সমর্থন করি এবং সাধুবাদ জানাই। আমরা এই ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল থাকার ঘোষণা করছি।
গতকাল ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ন্যূনতম একদফা দাবিতে সরকারের পতনে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিএনপি’র জাতীয় ঐক্যের আহ্বানে একাত্মতা ও সংহতি জানিয়েছে ১২ দলীয় জোট। জোট প্রধান এবং জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বিএনপি’র নেতৃত্বে সকল গণতান্ত্রিক শক্তির প্রতি জাতীয় ঐক্য গঠনে আহ্বান জানান।
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ড. ফরিদুজ্জামান ফরহাদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ন্যূনতম একদফা দাবিতে সরকারের পতনে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ‘জাতীয় ঐক্যের’ আহ্বানে জাতীয়তাবাদী সমমনা জোট ও ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) সম্মতি জ্ঞাপন করছে।
লেবার পার্টির বিবৃতিতে দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেন, বিএনপি’র দেশ ও জাতির দুঃসময়ে জাতীয় ঐক্যের উদ্যোগকে স্বাগত জানাই।
জাতির চরম ক্রান্তিলগ্নে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক, সামাজিক শক্তির ঐক্যের ঘোষণায় আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির হৃদয়ে কম্পন শুরু হয়েছে।
গত ২৬শে জুলাই সরকার পতনের একদফা দাবিতে বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনকে নিয়ে জাতীয় ঐক্য গঠনের ঘোষণা দেয় বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালের জুলাই থেকে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণফোরাম, পিপলস পার্টি, লেবার পার্টি, এনডিএ এবং ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ বিভিন্ন সংগঠন সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করে। তবে ওই সময়ে জামায়াত আলাদাভাবে সরকার পতনের আন্দোলন থেকে অভিন্ন কর্মসূচি পালন করে। এবার জামায়াতসহ যুগপৎ আন্দোলনের শরিক দল, জোট, বাম-ডানসহ সব রাজনৈতিক দল, ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠন নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি। সুত্র : দৈনিক মানব জমিন।