রাজনীতি | তারিখঃ জুলাই ১৭, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 21073 বার
নিজস্ব প্রতিবেদক : টানা দুদিন ধরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর প্রশাসন ও ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ঘোষিত কমপ্লিট শাটডাউনে সমর্থন ঘোষণা করেছে বিএনপি।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
বুধবার রাত পৌনে ১০টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ভার্চুয়াল বক্তব্যে রিজভী বলেন, ‘সরকারি চাকরিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল ১৮ জুলাই যে— কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচিতে সর্বাত্বক সমর্থন জানানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।’
রিজভী আরও বলেন, ‘দেশের আপামর জনসাধারণকে জোরালো আহ্বান জানাচ্ছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশের জনগণকে বিএনপির পক্ষ থেকে জোরালো আহ্বান জানাচ্ছি।’