খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ জুলাই ১৬, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3306 বার
রাসেল আহমেদ,খুলনা জেলা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলার ৫নং তেরখাদা সদর ইউনিয়নের বেশিরভাগ রাস্তা-ঘাটে কমবেশি উন্নয়নের ছোঁয়া লাগলেও ৭নং ওয়ার্ডের আটলিয়া গ্রামের পূর্বপাড়ায় প্রায় এক কিলোমিটার রাস্তা এখনো কাঁচা।
এ কাঁচা রাস্তাটি দীর্ঘদিনেও পাকাকরণ না হওয়ায় বর্তমান বর্ষা মৌসুমে যানবাহন ও পথচারী চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। তাই ভুক্তভোগীরা কর্দমাক্ত দীর্ঘদিনের ওই গ্রামীণ রাস্তাটি পাকাকরণে খুলনা-৪ আসনের এমপির সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার আটলিয়া পূর্বপাড়া আফসার শেখের বাড়ি হতে আটলিয়া গোরস্থান পর্যন্ত ওই মাটির রাস্তার অনেক জায়গায় রয়েছে বড় বড় গর্ত।পথচারীরা দুর্ভোগ নিয়ে চলাচল করছে। এক কিলোমিটার রাস্তাটি ২০০ টি পরিবারের প্রায় হাজারের লোকের যাতাযাতের একমাত্র মাধ্যম। চলাচলকারী অধিকাংশ পারিবারিক কৃষি কাজের উপর নির্ভরশীল। চলতি বর্ষা মৌসুমী এলাকাবাসীর একমাত্র চলাচলের রাস্তাটি কাদায় পরিপূর্ণ হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মসজিদের মুসল্লীসহ সাধারণ মানুষ ও স্কুল কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের। রাস্তার সমস্যার কারণে এলাকার কৃষকের গবাদি পশু পালন করা ও বিক্রয় করতে বেগ পেতে হচ্ছে।
স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ওই কর্দমাক্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় পা পিছলে অনেক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। কেউ অসুস্থ হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেয়ার ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হয় রোগীদেরকে।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কেউই কার্যকরী উদ্যোগ গ্রহণ করেনি। ফলে সামান্য বৃষ্টি হলেই ওই রাস্তায় মারাত্মক কাদার যানবাহন চলাচলে অনুপোযোগী হয়ে পড়ে। এমনকি খালি পায়ে হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য হয়ে যায়। বিশেষ করে বর্ষা মৌসুম এলেই এ ভোগান্তি কয়েক গুণ।
তেরখাদা সদর ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান জানান, গ্রামীণ ওই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় আছে। জনগুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কার ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।