জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ মার্চ ২২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2597 বার
বিল্লাল হোসেন, ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকার মেদুয়ারী ইউনিয়নে টিসিবির কার্ডের পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ কাজিম উদ্দিন আহমেদ( ধনু) উপজেলার মেদুয়ারী ইউনিয়নে আজ ২১ মার্চ রোববার (সকাল ১০ টা) থেকে টিসিবির কার্ডের পণ্য দেওয়া শুরু করা হয়। মেদুয়ারী ইউনিয়নের তিনটি পয়েন্টে টিসিবির কার্ডের পণ্য দেওয়া হচ্ছে। সয়াবিন তেল, চিনি, মসুর ডাল। (টিসিবি) পণ্য বিক্রির সময় একটি পরিবারে দুটি কার্ড। হতদরিদ্র কমলা কার্ড না পেয়ে পরিষদ চত্বর উপস্থিতিতে জানান, আমি কমলা হতদরিদ্র পাইনি কার্ড, একিই পরিবারে দু’টি কার্ড। এমনকি তালিকাভুক্তও দেখা যায়, বেশ কয়েকটি নামে রয়েছে দুইটি করে কার্ড। এ ঘটনায় মেদুয়ারী ইউনিয়নের আরও শতাধিক লোকজনের অভিযোগ রয়েছে এলাকায়। এদিকে কমলার সংসারে দুই ছেলে তিন মেয়ে ঘরে অসুস্থ স্বামী। টাকার অভাবে পারছে না স্বামীর চিকিৎসা করাতে সংসার চালাতে কমলার হিমশিম। তবুও কমলা পায় না সরকারের দেওয়া কোনো উপকারভোগী কার্ড।
এসময় উপস্থিত ছিলেন, মেদুয়ারী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি লোকমান হেকিম সরকার, আওয়ামিলীগের নেতা আবুল কাশেম ও ইউপি সদস্যসহ টিসিবি কার্ডধারীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার মোমবাতি মোবাইলে ফোন দিয়ে রিসিভ না করায় বক্তৃতা বক্তব্য নেওয়া সম্ভব হলে হয়নি।