খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ মে ১৪, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 1119 বার
শালিখা মাগুরা প্রতিনিধিঃ শালিখা প্রেসক্লাব, মাগুরার সাবেক সহ-সভাপতি, কৃষক সংগঠক, বিশিষ্ট সংবাদ পত্র ব্যবসায়ী, কবি লক্ষণ চন্দ্র মন্ডল ১৩ মে রাতে পরলোক গমন করিয়াছেন। তিনি দির্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর ।
লক্ষণ চন্দ্র মন্ডল মৃত্যুকালে ১ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তিনি অনেকদিন ধরে ঢাকাতে ছেলের কাছে থাকতেন,
গতকাল সোমবার সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ মঙ্গলবার ভোরে মরহুমের মরাদেহ নিজ বাড়ি বাঘারপাড়া উপজেলার খানপুর গ্রামে আনা হবে এবং এখানেই মরহুমের শেষ সমাধি করা হবে।
শালিখা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতিসমবেদনা জানিয়েছেন শালিখায় কর্মরত সকল সাংবাদিক, গবেষক শ্রী ইন্দ্র নীল, কবি গীতিকার স্বপন বিশ্বাস, পত্রিকা এজেন্ট বলরাম মল্লিক, শিক্ষক নেতা বাহারুল ইসলামসহ বিভিন্ন সংগঠন।