নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ বিমানবাহিনীর যশোর বিমানঘাঁটির একটি প্রশিক্ষণ বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার কারণে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিযনের তারাশি বিলের মধ্যে ধান ক্ষেতে জরুরি অবতরণ করেছে।

বুধবার (৩ এপ্রিল) বিকেল ৩ টার দিকে তারাশি মধ্যপাড়ায় বিলে অবতরণের ঘটনা ঘটে। এর আগে প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটে যশোর বিমান বন্দর থেকে উড্ডয়ন করে। প্রশিক্ষণ বিমানে থাকা দুই স্কোয়াড্রন লিডার মাহফুজ ও নাদিম সুস্থ্য আছেন। তাদের যশোর বিমান ঘাটিতে নিয়ে যাওয়া হয়েছে।

নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো: আফছার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মাহফুজ ও স্কোয়াড্রন লিডার নাদিম প্রশিক্ষণ বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। বিমানের কী ত্রুটির কারণে অবতরণ হয়েছে তা জানা যায়নি। বিমান বাহিনীর উদ্ধর্তন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।