এসএম স্বপন: যশোরের শার্শায় ২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব তহবিল এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে ২টি ব্যাচে ১৫ দিনব্যাপী “অনলাইনে আয়বর্ধনমূলক ফ্রি-ল্যান্সিং” বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, শার্শা, যশোর এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ও আহসান কবির, সহকারী প্রোগ্রামার, আইসিটি অধিদপ্তর, শার্শার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুসাইন শওকত, উপ-পরিচালক, স্থানীয় সরকার, যশোর।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল হক মঞ্জু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শার্শা, যশোর, মোঃ আনিছুর রহমান, প্রোগ্রামার, আইসিটি অধিদপ্তর, যশোর, মেহেদী হাসান, ভাইস-চেয়ারম্যান, শার্শা, যশোর, আলেয়া ফেরদৌস, মহিলা ভাইস চেয়ারম্যান, শার্শা, যশোর, সুরেশ কুমার মণ্ডল, ইউডিএফ কর্মকর্তা, শার্শা, যশোর, মোঃ জিয়াউর রহমান, প্রধান শিক্ষক, শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়।