খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ মার্চ ১৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4347 বার
শালিখা (মাগুরা( প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নতুন যোগদান করেছেন ডা: সাইমুন নিছা এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য। এর আগে তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। রোববার নবাগত এই কর্মকর্তার যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্বাস উদ্দিন, ডা: গৌরব ব্যানার্জি, ডা: নাজিয়া আক্তার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমূখ।