০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

খুলনায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ১৫৩

নিজস্ব প্রতিবেদক: খুলনায় বিষাক্ত বাংলা মদপানে পাঁচজনের মৃত্যুর ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, তারা রেক্টিফাইড স্পিরিট জাতীয় হাতে তৈরি অ্যালকোহল পান করেছিলেন, যার সঙ্গে মেশানো হয়েছিল চুনের পানি ও ঘুমের ট্যাবলেট।

মৃতরা হলেন—নগরীর বয়রা শেরের মোড় এলাকার আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা জংশন রোডের আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), গৌতম কুমার বিশ্বাস (৪৭), এবং বয়রা পাবলিক কলেজ এলাকার তোতা (৬০)। সনু (৫৮), বয়রা দাসপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বয়রা তোতামিয়ার হোটেলে ওই ব্যক্তিরা একসঙ্গে বাংলা মদ পান করেন। এরপর রাতেই বাবু ও সাবুর মৃত্যু হয়। শনিবার বিকেলে মারা যান গৌতম ও তোতা।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বিষাক্ত মদপানের পর তারা পেটব্যথা ও বমি বমি ভাব নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু হয়। প্রথমে মৃতদের পরিবার বিষয়টি গোপন রাখলেও শনিবার সন্ধ্যার পর ঘটনার খবর প্রকাশ পায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির বলেন, “প্রাথমিকভাবে বিষাক্ত মদপানে মৃত্যুর আশঙ্কা করা হলেও, সঠিক কারণ জানতে মরদেহগুলোর ময়নাতদন্ত করা হবে। ইতোমধ্যে লাশগুলো খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ঘটনার পর বয়রা এলাকার জনগণের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বারবার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নানা ছদ্মবেশে এইসব বিষাক্ত বাংলা মদের সরবরাহ বন্ধ হয়নি। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

খুলনায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু

আপডেট: ০১:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: খুলনায় বিষাক্ত বাংলা মদপানে পাঁচজনের মৃত্যুর ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, তারা রেক্টিফাইড স্পিরিট জাতীয় হাতে তৈরি অ্যালকোহল পান করেছিলেন, যার সঙ্গে মেশানো হয়েছিল চুনের পানি ও ঘুমের ট্যাবলেট।

মৃতরা হলেন—নগরীর বয়রা শেরের মোড় এলাকার আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা জংশন রোডের আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), গৌতম কুমার বিশ্বাস (৪৭), এবং বয়রা পাবলিক কলেজ এলাকার তোতা (৬০)। সনু (৫৮), বয়রা দাসপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বয়রা তোতামিয়ার হোটেলে ওই ব্যক্তিরা একসঙ্গে বাংলা মদ পান করেন। এরপর রাতেই বাবু ও সাবুর মৃত্যু হয়। শনিবার বিকেলে মারা যান গৌতম ও তোতা।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বিষাক্ত মদপানের পর তারা পেটব্যথা ও বমি বমি ভাব নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু হয়। প্রথমে মৃতদের পরিবার বিষয়টি গোপন রাখলেও শনিবার সন্ধ্যার পর ঘটনার খবর প্রকাশ পায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির বলেন, “প্রাথমিকভাবে বিষাক্ত মদপানে মৃত্যুর আশঙ্কা করা হলেও, সঠিক কারণ জানতে মরদেহগুলোর ময়নাতদন্ত করা হবে। ইতোমধ্যে লাশগুলো খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ঘটনার পর বয়রা এলাকার জনগণের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বারবার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নানা ছদ্মবেশে এইসব বিষাক্ত বাংলা মদের সরবরাহ বন্ধ হয়নি। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।