সাঈদ ইবনে হানিফ : দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ( এমআইপিএস) প্রকল্পের আওতায় কুষ্টিয়ায় রাজনৈতিক এবং আর্থসামাজিক অবস্থার উপর মাঠ পর্যায়ে গবেষনার লক্ষে বিভিন্ন শ্রেণিপেশার অংশিজন এর সাথে এক সাক্ষাতকার, গ্রহণ অনুষ্ঠিত হয়।

গত ১৩ জানুয়ারি ২০২৪ইং দুপুরে স্থানীয় ওয়েসিস ও হরিজন পল্লীতে অনুষ্ঠিত, এই আলোচনা কার্যক্রম পরিচালনা করেন ড: ডেভিড জ্যাকমান, প্রফেসর প্রনব পান্ডে (রাবি) এবং আবুবক্কর সিদ্দিকি।

উক্ত গবেষনার লক্ষে তারা ওয়েসিস প্রতিষ্ঠানে এবং হরিজন পল্লিতে বিভিন্ন রাজনৈতিক, শুসিল সমাজ, কর্মজীবি, ধর্মিয় নেতা এবং ক্ষুদ্রনৃগোষ্টির সাথে সাক্ষাতকার ও ক্ষুদ্র দলে আলোচনা করা হয়। মাঠ পর্যায়ে এই গবেষনা কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন, এরিয়া কোঅর্ডিনেটর এস. এম রাজু জবেদ এবং ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান এবং পিএফজির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, পিএফজি কোঅর্ডিনেটর মো: শফিকুল ইসলাম, পিস এম্বাসেডর আসিফ ইকবাল, আব্দুল মান্নান বাদশা, বনানি বিশ্বাস এবং মো: মঈন আহম্মেদ প্রমুখ।