সনতচক্রবর্ত্তী: দীর্ঘ ৫২ বছর পর পূূর্ণ মন্ত্রী পেলো ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা মধুখালি) আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে১লক্ষ ২৩ হজার ৩শত ৩১টি ভোট পেয়ে এম পি নির্বাচিত হন মোঃ আবদুর রহমান।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে গণভবনে শপথ গ্রহণ করেছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হওয়ার খবরে ফরিদপুর-১ আসন (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালি) আনন্দের বন্যা বইছে। আনন্দ মিছিল মিষ্টি বিতরণের মাধ্যমে তিন উপজেলার আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উৎসবে মেতে ওঠেছেন। স্বাধীনতার পর থেকে এ আসনটিতে টানা বিজয় ধরে রেখেছে আওয়ামীলীগ।

দীর্ঘ ৫২ বছর পর মো: আবদুর রহমান পূর্ণ মন্ত্রী পেয়ে উন্নয়ন নিয়ে নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন ফরিদপুর-১ আসনের জনগণ ।

বোয়ালমারী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোশাররফ চৌধুরী বলেন, এ আসনে অতীতের চেয়ে আরও উন্নয়নের মাত্রা বাড়িয়ে দেবেন মুক্তিযোদ্ধা ও দলের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান। এটি ফরিদপুর-১ আসনের জনগণের জন্য একটি বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে।