খুলনা বিভাগ, জেলার খবর, ঝিনাইদহ | তারিখঃ মার্চ ১০, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5091 বার
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ওয়াজ মাহফিলে উপর্যপুরী ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামী হাবিবুর রহমান জিহাদী(১৯) ও অন্যতম আসামী মেহেদী হাসান (২৫)কে গ্রেফতার করেছে র্যাব। আজ ভোরে শহরের আদর্শপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।ঝিনাইদহ র্যাব-৬ কোম্পানী কামান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গত ২ মার্চ ঝিনাইদহ সদর উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের মাঠে ওয়াজ মাহফিলে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে জিহাদীর সাথে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছুরিকাঘাতে মারাত্মক আহত হয় হোসাইনসহ আরো ২জন। ঐ রাতেই হোসাইন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। আরো দুইজন বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎিসাধীন আছে। ৪ মার্চ হোসাইনের পিতা মনিরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আসামীদ্বয় জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন র্যাব কমান্ডার।তিনি আরো জানান, আসামীদ্বয়কে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।