খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3342 বার
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ যথাযোগ্য মর্যাদায় কপিলমুনিত মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ লক্ষ্য ”কপিলমুনি সম্মিলিত বিজয় দিবস উদযাপন পরিষদ” নানা কর্মসূচির আয়োজন কর। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭-৩০মিঃ শহীদ বদিতে পুষ্প মাল্য প্রদান, ৫০ বার তোপধ্বনি, সকাল ৯ টায় মুক্তিযাদ্ধাদর সংবর্ধনা ও আলাচনা সভা, এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষক আব্দুস সালাম রচিত নাটিকা রক্ত ভেজা স্বাধীণতা মঞ্চে করা হয়।
কপিলমুনি মেহেরুনছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলাচনা সভা ও সংবধর্না অনুষ্ঠান সভাপতিত্ব করেন প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ মাছুম বিল্লাহ, গীতা পাঠ করেন জগদীশ চদ্র দে। বক্তব্য রাখেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, ইউপি চেয়ারম্যান কওসার আলী জায়ারদার, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, অধ্যক্ষ মুজিবর রহমান, এ্যাডঃ বিপ্লব কান্তি মন্ডল, অধ্যাপক রেজাউল করিম, নির্মল মুজমদার, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন, এম বুলবুল আহম্মদ, সরদার বজলুর রহমান, জি এম হেদায়ত আলী টুকু, দৈনিক পূর্বাঞ্চলের নিজস্ব প্রতিনিধি পলাশ কর্মকার, হাফিজুর রহমান, তৈয়বুর রহমান, হাবিবুর রহমান প্রমূখ।
সঞ্চালনা করেন কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন। এদিক দিনটি উপলক্ষ্যে কপিলমুনির আশপাশের এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো নানা কর্মসূচি পালন করে।