ভারতীয় প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক : কলকাতা ভিত্তিক একটি প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করেছে বাংলাদেশ।
শুক্রবার ভারতের একাধিক সংবাদমাধ্যম এই চুক্তি বাতিলের খবর প্রকাশ করেছে। প্রতিরক্ষা কোম্পানিটির কাছ থেকে নৌবাহিনীর জন্য ২ কোটি ১০ লাখ ডলারের (প্রায় ১৮০ কোটি রুপি) একটি টাগবোর্ড কেনার কথা ছিল বাংলাদেশের।
গত শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যসহ কিছু পণ্যের আমদানিতেনিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর টাগবোট কেনার ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত আসে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতাভিত্তিক ‘গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ (জিআরএসই) এর সঙ্গে করা ২ কোটি ১০ লাখ ডলারের (প্রায় ১৮০ কোটি টাকা) অর্ডার বাতিল করেছে বাংলাদেশ।
জিআরএসই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি পাবলিক সেক্টর সংস্থা, যারা নৌযান নির্মাণ ও মেরামতের কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ডের জন্য কাজ করে।
ভারতের স্টক এক্সচেঞ্জে জিআরএসই জানিয়েছে, ‘বাংলাদেশ সরকার অর্ডারটি বাতিল করেছে।’
আরেক সংবাদমাধ্যম হিন্দু বিজনেস লাইন এক প্রতিবেদনে বলেছে, ‘দুই পক্ষের আলোচনার পর চুক্তিটি বাতিল হয়েছে।’
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, জিআরএসই-কে একটি ৮০০ টনের উন্নত মহাসাগরগামী টাগবোট নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল। জাহাজটি ৬১ মিটার লম্বা, ১৫.৮০ মিটার চওড়া, ৪.৮০ মিটার ড্রাফট ও ৬.৮০ মিটার গভীরতা সম্পন্ন হওয়ার কথা ছিল। এটি উচ্চ ক্ষমতার টানার ব্যবস্থা নিয়ে তৈরি হতো। এছাড়া জাহাজটির সামনে ৭৬ টন ও পেছনে ৫০ টন বলার্ড পুল ক্ষমতা এবং কমপক্ষে ১৩ নট গতিসম্পন্ন হওয়ার কথা ছিল।
এই জাহাজটির কাজ ছিল দূরপাল্লার টানার কাজ, ডকিং সহযোগিতা, উদ্ধার অভিযান, উদ্ধার কাজ, অগ্নিনির্বাপণ এবং সাগরে সীমিত দূষণ নিয়ন্ত্রণ।
চুক্তিটি জুলাই ২০২৪-এ ঢাকায় জিআরএসই এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে স্বাক্ষরিত হয়। ২০২৩ সালে ঢাকা ও নয়াদিল্লির ৫০ কোটি ডলারের প্রতিরক্ষা ঋণের অধীনে সম্পাদিত প্রথম বড় প্রকল্প ছিল।
সূত্র: ফার্স্টপোস্ট