বাঘারপাড়ায় স্কুল ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাঈদ ইবনে হানিফ: যশোরের বাঘারপাড়ায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন, জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ গোলাম রসুল।
২২মে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়, ষাইটখালি স্কুল, রাধানগর আলিম মাদ্রাসা, বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, ওয়াদীপুর আলিম মাদ্রাসা, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম, বাসুয়াড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আবু মুছা, সাবেক সভাপতি মোঃ বোরহান উদ্দিন, ইউনিট সভাপতি হাফেজ মোঃ আনিছুর রহমান বিপ্লবসহ থানা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।