খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ অক্টোবর ১০, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5569 বার
ডেস্ক রিপোর্ট : যশোর-১, (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, একমাত্র বাঙালি জাতি স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করে বিশ্ব ইতিহাসে বাংলাদেশ নামক আমাদের স্বাধীন মানচিত্রের জন্ম দিয়েছিলো। যে স্বাধীনতা যুদ্ধের মহানায়ক ছিলেন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নের পথে অগ্রগামী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’।
মঙ্গলবার বিকেলে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়র আওয়ামীলীগের উদ্যোগে লক্ষণপুর কলেজ প্রাঙ্গণে আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
লক্ষণপুর ইউনিয়র আওয়ামীলীগের সভাপতি সামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শেখ আফিল উদ্দিন এমপি আরও বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে মুক্তির সংগ্রামের কথা বলেছিলেন। পরাধীনতার সিঁকল ভেঙ্গে স্বাধীনভাবে বেঁচে থাকার কথা বলেছিলেন। আশার আলো দেখিয়ে তিনি বাঙালি জাতিকে জাগ্রত করেছিলেন। সেখানে, কেবল স্বার্থের মোহে ৭৫-এ’ আমাদের সাথে মিশে থাকা একদল দেশশত্রুরা জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে আবার পিঁছিয়ে ফেলতে চেয়েছিলো। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে কয়েকবার তারা এদেশের মানুষকে জিম্মি করে লুটতরাজের রাম-রাজত্ব কায়েম করেছিলো। ওরা ভেবেছিলো বঙ্গবন্ধুসহ তাঁর পরিবার পরিজন হত্যার মধ্যদিয়ে এদেশকে তারা আজীবন শাসন করে লুটেপুটে খাবে। কিন্তু না! ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাওয়া বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা দেশে ফিরে আসেন এবং বাবার রেখে যাওয়া মৃতপ্রায় আওয়ামীলীগের নৌকার মাঝি হয়ে শক্ত হাতে হাল ধরেন। অনেক ত্যাগ-তিতিক্ষা সহ্য করেন, শত্রুদের মোকাবেলা করেন, বাঙালি জাতির হৃদয়ের মণিকোঠায় বঙ্গবন্ধুর নাম শুনতে পায়। ৯৫’র নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসেন। এরপরেও চলে অনেক ষঢ়যন্ত্র।
অবশেষে ২০০৮ পরবর্তী সময় থেকে তিনি একনাগাঢ়ে পরপর তিন মেয়াদে সাধারণ মানুষের মন জয় করেন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় এসে হা-ভূখা সেই বাঙালি জাতিকে মধ্যম আয়ের দেশ এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করতে আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছেন। সেখানে আবারও স্বাধীনতা বিরোধীরা আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে নানাভাবে ষঢ়যন্ত্র অব্যাহত রেখেছে। ওরা চাইছে বিদেশি একশ্রেণীর কূচক্রী মহলের মাধ্যমে বাঙালি জাতির শাসন কর্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে। ওরা অন্ধকার পথ ব্যবহার করে বাংলাদেশে সরকার গঠণ করতে চায়। ওরা চায় আবারও আমাদের লুঙ্গি পরাতে। এজন্য আমাদের সকল ভেদাভেদ ভূলে সাধারণ মানুষের সাথেই থাকতে হবে। এখনই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে “আমরা দলীয় কর্মকান্ড নিয়ে সকল রাগ-অভিমান ভূলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের ভোটে নৌকা মার্কার সরকার গঠণ করা পর্যন্ত বালিশে মাথা রেখে ঘুমাব না। এখন থেকেই প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায়নের ১৫ বছরের দেশ উন্নয়নের কথা স্মরণ করিয়ে দেবো।
এসময় শেখ আফিল উদ্দিন এমপি’র রাজনৈতিক সহচর হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌরসভার মেয়র আলহাজ¦ নাসির উদ্দিন, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান তিতাস, লক্ষণপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুবলীগ সভাপতি সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক হাসান, ছাত্রলীগ সভাপতি আল আমিনসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উক্ত বর্ধিত সভায় পুরাতন দিনের অভিমান, ক্ষোভ এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিষদ বক্তব্য প্রদাণ করেন লক্ষণপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামাল হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মেম্বার। ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ৮ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতা আলমগীর ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সহিদুল মেম্বর।