জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ অক্টোবর ৬, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2033 বার
বিলাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের মেনজেনা গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
সরজমিন ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মেনজেনা গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ঘরের টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে। মেনজেনা গ্রামের লাল মিয়ার ৬০ ফিট লম্বা ঘরের টিনের চালা ও রফিকুল ইসলাম (রফিক)সহ ওই গ্রামের শতাধিক পরিবারের বিভিন্ন প্রজাতির গাছপালা উপড়ে ফেলে। ঝড়ের সাথে সাথে ভারী বর্ষণে পুকুর ও মাছের খামার ডুবে যায়। এতে খামারিদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এছাড়াও ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভারি বর্ষণে মাছের খামার ও কুকুর ডুবে গিয়ে কোটি কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে।