মোংলা প্রতিনিধি : মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে কয়লা নিয়ে পালানোর সময় ৪১ চোরাকারবারিকে আটক করেছেন কোস্টগার্ড। এ সময় ৬৬০ টন কয়লাসহ দুটি নৌযান (কার্গো) জব্দ করা হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে খুলনার বটিয়াঘাটা এলাকা থেকে কয়লাবোঝাই নৌযান দুটি জব্দ করে তাদের আটক করা হয়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের লে. সাব্বির আহমেদ জানান, বন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থানরত বিদেশি জাহাজ থেকে এমভি রত্না ৬৫০ টন পরে সেখান থেকে এমভি তানজিলা-২ ৬০ টন কয়লা পাচারের চেষ্টা করছিল। পরে জাহাজ দুটি জব্দ করে ৪১ জন স্টাফ-শ্রমিককে আটক করা হয়। পরে সকালে তাদের মোংলায় নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, দুটি জাহাজের মাস্টার ও ইঞ্জিনিয়ারকে আসামি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।