খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ আগস্ট ২৪, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2980 বার
আব্দুল্লাহ আল-মামুন: যশোর-বেনাপোল মহাসড়কের হাইওয়েতে সড়ক দূর্ঘটনা ও অনিয়ম রোধ এবং শৃঙ্খলা বাড়াতে বেনাপোলে বন্দর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন হাইওয়ে পুলিশের ডিআইজি (দক্ষিন বিভাগ) সালমা বেগম।
বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কে একটি অভিযোগের তদন্তে এসে বেনাপোল ইমিগ্রেশনে গণমাধ্যমকর্মীদের সাথে এ মত বিনিময় করেন তিনি। এ সময় তিনি ইজিবাইক ও নসিমন, করিমন চালকদের ডেকেও সড়ক আইন মানতে সচেতন করেন।
মত মিনিময়ে তিনি বলেন, সড়কে হাইওয়ে পুলিশ সদস্যরা ঠিকমত দায়িত্ব পালন করেন কিনা বা কোন অনিয়মের সাথে জড়িত কিনা জানতে চান।
এসময় তিনি আরো বলেন, শুধু পুলিশ সদস্যের পক্ষ্যে সড়কের শৃঙ্খলা রক্ষা করা কঠিন। এক্ষেত্রে সড়ক ব্যবহারকারী সবাইকে সচেতন হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বন্দর প্রেস ক্লাবের উপদেষ্টা ইয়ানুর রহমান, সভাপতি শেখ কাজিম উদ্দিন,সাধারন সম্পাদক আজিজুল হক,সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান,যুগ্ম সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাসেল, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহম্মেদ, সহঃ দপ্তর সম্পাদক মাসুদুর রহমান।