বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-ভালুকা উপজেলার বান্দিয়া হাই স্কুলে যাওয়ার ইটের সলিং সড়কটি বেহাল দশা উপজেলার নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ পরিদর্শন করতে এসে মাছ চাষীদের রাস্তাটি মেরামত করার নির্দেশ দেন। এক সপ্তাহ পার হলেও বাস্তাটি মেরামত করা হয়নি। ফলে এ সড়ক দিয়ে যাতায়াতকারী বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে।

২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুর রহমান খান (রিটু) জানান, বান্দিয়া গ্রামের এইচ বিবি রাস্তা ও কাঁচা রাস্তাগুলোতে মৎস্য চাষিরা মাছের খাদ্য বাহি গাড়িগুলো চলাচল করায় রাস্তাগুলো ব্যাপক ক্ষতি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাস্তা পরিদর্শন করে দু’দিনের মধ্যে মাছ চাষীদেরকে নিজ খরচে রাস্তা মেরামত করার জন্য নির্দেশ দেন। এক সপ্তাহ পার হলেও বাস্তাটি মেরামত করার কোন পদক্ষেপ নেয়নি মৎস্য চাষিরা। এতে সাধারণ মানুষের মাঝে খোক্ষবের সৃষ্টি হয়েছে।