শিরোনাম:
শার্শা থানা পুলিশের অভিযানে ৪২ বোতল ফেন্সিডিলসহ আটক-১
নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় ৪২ (বিয়াল্লিশ) বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বিল্লাল হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১ টার দিকে শার্শা থানার মান্দারতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বিল্লাল হোসেন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের মৃত নাজিমউদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার পান্তাপাড়া টু মান্দারতলা সড়কের বটতলা নামক স্থানে পাকা রাস্তার উপর হইতে ৪২ (বিয়াল্লিশ) বোতল ফেন্সিডিলসহ বিল্লাল হোসেন নামের আসামিকে হাতেনাতে আটক করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির নামে একটি মাদক আইনে মামলা হয়েছে। জব্দকৃত মাদক ও আটক ব্যক্তিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।