খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ আগস্ট ১৪, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2346 বার
সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়ায় কৃষকদের নিয়ে চাষাবাদ ও কৃষি উৎপাদন বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিমপেক্স এগ্রোক্যামিকেল লিমিটেডের আয়োজনে ১৪ আগষ্ট ২০২৩ সোমবার বিকালে উপজেলার ভিটাবল্লা আলিম মাদ্রাসা প্রাঙ্গনে এলাকার বিভিন্ন শ্রেণির কৃষকদের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ।
স্থানীয় জেষ্ঠ্যকৃষক মো. রজবালি সরদারের সভাপতিত্বে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, মিমপেক্স এগ্রোকেমিকেল কোম্পানির যশোর জেলা এরিয়া ম্যানেজার মো.বনি ইয়ামিন মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা বাবু কল্লোল কুমার হালদার, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, নড়াইল জেলার ট্রিটরি অফিসার মো. ফারুক হোসেন। স্থানীয় ব্যাক্তিদের মধ্যে উপস্হিত ছিলেন, আদমপুর গ্রামের মো.ইনছার আলী. মো. জিমারুল ইসলাম, মো. ওলিয়ার রহমান, ভিটাবল্লা গ্রামের মো. সাইফুল ইসলাম, মো. আবু খায়ের, ইকরাম হোসেন।
তেঘরী গ্রামের মো. জাহিদ, সাইফুল, মোসারেফ ও মারুফ হোসেন প্রমূখ। সমাবেশের সার্বিক সহযোগিতা করেন, ভিটাবল্লা বাজারের বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী সুগন্ধা ট্রেডার্সের সত্বাধিকারী মো. জুয়েল রানা ও সৈনিক ট্রেডার্সের সত্বাধিকারী মো. রাজু আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. ফারুক হোসেন।