আব্দুল্লাহ আল-মামুন : যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার সাথে মতবিনিময় সভা করেছেন শার্শায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী ও সাংবাদিকবৃন্দ।

বৃহস্পতিবার সকালে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত যশোর জেলা প্রশাসক মোহাম্মাদ আবরাউল হাছান মজুমদার।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এ সময় আরো বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা সহ প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।

মতবিনিময় শেষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আবরাউল হাছান মজুমদার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন।