উন্নত প্রযুক্তি নির্ভর দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষের ওপর এক মতবিনিময় সভা যশোরের কাশিমপুর ইউনিয়নের শ্যামনগরে তোহা ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি ও সরকারি জলমহাল কমিটির সদস্য ডাঃ মোঃ আবু তোহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য জীবী লীগ নেতা ওহিদুল পাটোয়ারী, জুয়েল হোসেন, লাভলু মিয়া, ইজাজুল ইসলাম, ইউনুস সরদার, শেখ সাদেক ও শাহিদ ইমরান সবুজ প্রমুখ। সভায় যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি মোঃ আবু তোহা বলেন, মাছ চাষ বর্তমানে লাভজনক করতে হলে বিদ্যুৎ বিল শিল্পের পরিবর্তে কৃষি রেটে করতে হবে। সরকারি জলমহাল তথা খাল বিল নদী নালা পুকুর দখল বেদখল বন্ধ করতে হবে। জলমহাল দখল হওয়ায় জেলে পরিবার ধ্বংসের দিকে। তাদের রক্ষা করতে হলে জলমহাল, নদী, নালা, খাল বিল রক্ষা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবহেলিত মৎস্য জীবী দের কল্যানে বিনামূল্যে রেনু পোনা, মাছের খাবার ও নগদ অর্থ প্রদান করছেন তাতে অসহায় মৎস্য জীবীরা অনেক উপকৃত হচ্ছেন।

এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি মৎস্য জীবীরা কৃতজ্ঞ। সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার বলেন, সরকার মৎস্য জীবীদের কল্যানে কাজ করে যাচ্ছে। মাছ চাষী দের আধুনিক পদ্ধতিতে মাছ চাষের আহবান জানান। বার্তা প্রেরক শাহিদ ইমরান সবুজ সাধারণ সম্পাদক সদর উপজেলা মৎস্য জীবী লীগ প্রেস বিজ্ঞপ্তি।