খুলনা বিভাগ, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ জুলাই ২৬, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2875 বার
মিল্টন কবীর কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : আজ বুধবার সকাল কলারোয়া আলিয়া মাদ্রাসা চত্বরে সকাল ৯.৩০ মিনিটে কলারোয়া উপজেলা স্কাউটস এর আয়োজনে “বৃক্ষরোপন অভিযান” কার্যক্রমের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা স্কাউটস এর সভাপতি এবং কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ বজলুর রহমান, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, জেলা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, হরিসাধন ঘোষ, নুরুল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার শেঠসহ কলারোয়া আলিয়া মাদ্রাসা সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। এ ছাড়া ইউনিট লিডার স্বপন চৌধুরী,অনুপ কুমার ঘোষ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, লিটন এবং স্কাউটারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বাংলাদেশ স্কাউট সারা বাংলাদেশে বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে কলারোয়া উপজেলা স্কাউটস ১১,০০০ (এগার হাজার) বৃক্ষ রোপনের লক্ষ্য নিয়ে উপজেলা স্কাউটস এর সভাপতি এবং কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উদ্বোধন করেন।
উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন জানান, কলারোয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, উন্মুক্ত জায়গায় এবং স্কাউটাররা নিজ নিজ বাড়িতে গাছ লাগানো হবে।