আব্দুল্লাহ আল-মামুন : স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শার্শার পল্লীতে হামলা ভাঙচুর লুটপাট চালিয়েছে উত্তক্তকারী ও তার সহযোগীরা। এ ঘটনায় সন্ত্রাসীদের লাঠির আঘাতে ২জন আহত হয়েছে। আহতরা হল, শার্শার ফুলসরা গ্রামের নাসির উদ্দীনের স্ত্রী আছিয়া খাতুন (৪০) ও মনির হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৩৫)। এ ব্যাপারে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার (২১শে জুলাই) দুপুরে উপজেলার ডিহি ইউনিয়নের ফুলসরা গ্রামে ঘটে।

স্থানীয় ও থানায় অভিযোগ সুত্রে জানা যায়, ঘটনার দিন সকালে সাংবাদিক তরিকুলের বাড়ি হতে তার শ্যালিকা ও ভাইরা হাসানসহ ৪ জন বাড়ি কাশিপুরে যাচ্ছিল। পথিমধ্যে ফুলসরা গ্রামের জনৈক জয়নাল হাজীর মুদি দোকানের সামনে ভ্যানের জন্য অপেক্ষা করছিল তারা। এসময় ঐ দোকানে বসে থাকা ফুলসরা গ্রামের সন্ত্রাসী আল আমিন, জীবন ও মিলন কবিরাজসহ ১০/১২ জনের বখাটেরা প্রথমে তাদেরকে বিভিন্ন কথার ফাঁদে উত্ত্যক্ত করে। পরে হাসান তার স্ত্রী এবং বোনের মেয়ে পরিচয় দিলে কাবিন-নামা দেখতে চায় তারা। হাসান তাদেরকে বলে কাবিন-নামা তো কেউ সাথে রাখে না। তখন তারা বলে তাহলে তোর স্ত্রী না তুই তোর মত চলে যা এই বলে শ্লীনতাহানির চেষ্টা করে। তখন হাসান বাঁধা দিতে গেলে তাকে পিটিয়ে জখম করে। খবর পেয়ে সাংবাদিক তরিকুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাসানসহ সকলকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এতে আল আমিন আরও ক্ষীপ্ত হয়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য তার বাহিনীর ১০/১৫ জন সদস্য নিয়ে সাংবাদিক তরিকুল এবং তার ভাইয়ের বাড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। এসময় তারা নগদ টাকা, সোনার চেইন ছিনতাই সহ দুজন নারীকে মারধর করে মারাত্মক জখম করে এবং ২লক্ষ টাকার চাঁদা দাবী করে এলাকা ত্যাগ করে। এ সময় জুম্মার নামাজ চলায় কোন পুরুষ লোক বাসায় ছিল না।

নামাজ শেষে সাংবাদিক তরিকুল ইসলাম ও তার ভাইয়েরা বাড়িতে গিয়ে দেখেন বাড়ির মহিলা সদ্যসরা আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে শার্শা থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, এ সক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।